মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এ স্লোগানকে প্রতিপাদ্য করে ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ ১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. রফিকুল ইসলাম খান, পরিসংখ্যান কর্মকর্তা মাকসুদুর রহমান, সাদ বাংলাদেশ নির্বাহী পরিচালক এম মতিউর রহমান সাগর।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষ যুব সমাজ গড়ে তুলবে ও বেকার দূর করতে যুবদের বিভিন্ন ধরণের সরকারি সহায়তা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের পাশাপাশি যুব উন্নয়নে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশী। বেকাররত্ব দূর করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সফল হবে সরকার। আলোচনা শেষে যুবদের বিভিন্ন কর্মশালার প্রশিক্ষণের উদ্বোধন, ৩০জনকে প্রশিক্ষণ সনদ ও ৫০টি বিভিন্ন ঔষধি ও ফলজ চারা ও ৮ জন যুবকদের মাঝে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করেন।


(এম/এসপি/নভেম্বর ০১, ২০২১)