দিলীপ চন্দ, ফরিদপুর : মুজিব বর্ষ অনূর্ধ্ব ১৫ শেখ রাসেল  ফুটবল টুর্নামেন্ট এ ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার (২ নভেম্বর) শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে তারা ফরিদপুর সদর উপজেলার দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন সৌরভ খান জনি ও আকাশ মিয়া। এদিন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুজিবুল হক ফিরোজ, শেখ রাসেল ক্রীড়া চক্রের সহ-সভাপতি সৈয়দ আলী আশরাফ পিয়ার, অর্থ সম্পাদক আলী আজগর মানিক, ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক জননেতা গোলাম মোহাম্মদ নাছির।

প্রতিযোগিতায় বিজয়ী দলের আকাশকে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। তাকে পুরস্কার তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি সৈয়দ আলী আশরাফ পিয়ার, ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ডাক্তার সালাউদ্দিন আহমেদ দিলীপ, টুর্নামেন্ট কমিটির সদস্য লাবু খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজাদ হোসেন, আশুতোষ গুহ , শেখ রাসেল ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক মেহেদী মিনার, সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান জামী, প্রতিযোগিতায় আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ফরিদপুর ফুটবল একাডেমি খেলবে মুসলিম মিশনের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেজাউল করিম, সরকারি রেফারি মিনার বিশ্বাস ও প্রণব মুখার্জি। চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।

(ডিসি/এসপি/নভেম্বর ০২, ২০২১)