মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে ছিনতাই হওয়া মিশুক অটো রিকশা উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।

আজ ২ নভেম্বর মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলার বেলাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নরসিংদীর বেলাবো থানার দুধন্তি গ্রামের আ. কাদিরের ছেলে শাহিন, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আলুকান্দা এলাকার নুরুল ইসলামের ছেলে মোখলেছ ও কমলপুর এলাকার মৃত হেলিম মিয়ার ছেলে বিপ্লব। আটকের পর গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে বিভিন্ন সময়ে চুরি ছিনতাই হওয়া মোট ৩টি বিভাটেক রিকশা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের একটি মিশুক গাড়িতে একজন যাত্রীসহ পানাউল্লাহরচর হতে বাঁশগাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৮টা ৩০ মিনিটের সময় পুলতাকান্দি এলাকার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন দুস্কৃতিকারী টর্চ লাইটের আলোর সাহায্যে গাড়িটির গতি রোধ করে। পরে দুষ্কৃতিকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সুমনের সাথে থাকা নগদ টাকা, মোবাইল সেট ও মিশুক অটোটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই রাতেই ভুক্তভোগী সুমন মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ অদালতে প্রেরণ করা হয়েছে।

(এম/এসপি/নভেম্বর ০২, ২০২১)