আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে অজ্ঞাত এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৪নং প্লাটফর্মের ভোজনালয়ের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই ৫০ বছর বয়সী ব্যক্তি সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে রেলওয়ে স্টেশনের ৪নং প্লাটফর্মের ভোজনালয়ের পাশে এসে বিশ্র‍াম করতেন। মঙ্গলবারে তিনি ভিক্ষাবৃত্তি করতে বাহিরে না বেড় হয়ে শুয়ে ছিলেন। বেলা ১২ টার সময়েও তার শুয়ে থাকা এবং নড়া চড়া করতে না দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। তার সঠিক পরিচয় জানার জন্য রেলওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন।

সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক সোলেমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০২, ২০২১)