বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা নিপুন চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি তার নতুন বিজ্ঞাপন প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। মমতাজ নিম ফেস ওয়াশের নতুন এ বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এ প্রসঙ্গে নিপুন বলেন, ‘বিজ্ঞাপনের থিমটি আমার খুব পছন্দ হয়েছে। বিজ্ঞাপনটিতে আমাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করছি দর্শকের কাছে এই পণ্যের বিজ্ঞাপনটি ভালো লাগবে।’
বর্তমানে নিপুন লন্ডনে আছেন। চলতি সপ্তাহে তিনি দেশে ফিরেই নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। এদিকে নিপুন অভিনীত ‘কার্তুজ’, ‘মায়ানগর’ ছবি দুটির কাজ শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘৭১-এর মা জননী’ ছবিটি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)