স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি দেবাশীষ বিশ্বাসের তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক সোমবার এ দিন ধার্য করেন। সোমবার অভিযাগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত এ দিন ধার্য করেন। এ সময় এম কে আনোয়ার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার বলেন, বায়তুল মোকাররমে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে দোকানপাট লুট হয়েছে। পবিত্র কোরআন শরিফসহ ধর্মীয় গ্রন্থে আগুন দেওয়া হয়েছে। পরদিন বিভিন্ন পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হলে বাদীর সুনাম ক্ষুণ্ন হয়। আসামি বাদীর মানহানির উদ্দেশ্যে বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেন। জনসাধারণের অনিষ্ট হতে পারে- এমন ধরনের বিবৃতি, কুৎসা ও গুজব জেনেশুনে জাহির করেন। এতে বাদীর মানহানি হয়েছে বলে ২০১৩ সালের ৭ মে আদালতে এসে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)