স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে সামনের ১৮ থেকে ২১ সেপ্টেম্বর ৪ দিনের সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সফরে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।

ভারত সফরে আবুল হাসান মাহমুদ আলী দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, নতুন সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের পক্ষে এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি ভারত সফরে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে।

এর আগে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠক সেপ্টেম্বরের ২০ তারিখে নয়া দিল্লীতে অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিবেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)