এম এ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : আসন্ন ১১ ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচন এই (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদ্য সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন , মোহাম্মদ আলী মিয়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছোটভাকলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন যে কারণে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ৪৭(১১) অনুচ্ছেদে তাকে বহিষ্কার করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা মুন্সি জানান, মোহাম্মদ আলী মিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন আমরা মেনে নিয়ে তাকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনীত করি। তিনি আরো বলেন মোহাম্মদ আলী মিয়া ইতিমধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছেন এখন ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। সে কারণে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মিয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল সে দলের প্রতি আমার শ্রদ্ধা আছে আওয়ামী লীগ করি আওয়ামী লীগ ভালোবাসি। ইউপি নির্বাচনে আমাকে দলীয়ভাবে কেন্দ্রের নাম পাঠানো হয়নি। যে কারণে আমার সমর্থকদের মনে একটি চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ছোটভাকলা ইউনিয়ন বাসীর কাছে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে । আমি বিশ্বাস রাখি ইউপি নির্বাচন যদি সুষ্ঠু ও সুন্দর হয় তাহলে আমার বিজয় নিশ্চিত। আমি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছি।

(এইচ/এসপি/নভেম্বর ০৩, ২০২১)