খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার রামগড় উপজেলা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

উপজেলার খাগড়াবিল এলাকা থেকে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়েরুল হক জানান, মো. কামাল হোসেন নামে এক ব্যক্তির আমন্ত্রণে তিন বন্ধু মো. শাহজাহান , মো. রুস্তম আলী ও মনির হোসেন রবিবার রামগড়ে বেড়াতে আসেন। তারা রবিবার সকাল ১১টার দিকে গর্ডের দোকান এলাকায় গাড়ি থেকে নামলে আরমান নামে এক যুবক তাদের সিএনজিতে তুলে নিয়ে খাগড়াবিল এলাকায় আমীর হোসেনের বাড়িতে আটকে রাখে। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপন দাবি করেন।

বিষয়টি জানার পর রামগড় ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের(বিজিবি) অধিনায়ক খালেদ বিন ইউসুফের নেতৃত্বে বিজিবি ও পুলিশ রাতব্যাপী অভিযান চালিয়ে খাগড়াবিল এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

রামগড় ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক খালেদ বিন ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য রামগড় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)