নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমির হোসেন (৪৫), আশরাফুল (২২) ও খুশি বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর দ্বন্দ্ব চলে আসছিল।

এর জের ধরে সকালে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত হন। এছাড়াও গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা নরসিংদী সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তানভীর আহাম্মদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২১)