দীপক চক্রবর্তী (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পবার দুপুরে ড. শ্রী বীরেন শিকদারের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।   

লোকজ ঐতিহ্যবাহী বাৎসরিক এ নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর পাড়ে পার্শবর্তী যশোর, ঝিনাইদাহ, নড়াইল, ফরিদপুরসহ কয়েকটি জেলার বিভিন্ন শ্রেনি-পেশার মানুষসহ এলাকার সকল বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন।

দুপুর ২ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু ও সাবেক চেয়ারম্যান এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ছিদ্দিকী লিটন, সহকারী কমিশনার ভূমি দবির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, ওসি মোঃ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদরে সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়া এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমূখ।

দুইটি গ্রুপে এই বাইচে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা ৩০টি নৌকা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

(ডিসি/এসপি/নভেম্বর ০৪, ২০২১)