শেখ সাদ বীন, নড়াইল : ডিজেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় নড়াইলেও পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। 

শুক্রবার সকাল থেকে নড়াইল-ঢাকা, নড়াইল-যশোর, নড়াইল-খুলনা, নড়াইল-মাগুরা সহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন জানান, হঠাৎ করে তেলের দাম বৃদ্ধির কারনে মালিক ও শ্রমিকপক্ষ ক্ষতিগ্রস্থ হবে। তাছাড়া ভাড়া বৃদ্ধি করা হলে যাত্রীরা ক্ষতিগ্রস্থ হবে। তেলের মুল্য কমানো না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে হঠাৎ করে ধর্মঘটের কারনে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন গন্তব্যে রওয়ানা হয়ে যেতে পারছে না। এছাড়া ট্রাংকলরীসহ অন্যান্য যানবাহনও চলাচল বন্ধ রয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০৫, ২০২১)