নাটোর প্রতিনিধি : নাটোরের স্থানীয় অলরাউন্ড ক্রিকেটার ক্ষুদ্র ব্যবসায়ী খন্দকার নাইমুর রহমান রনি দীর্ঘদিন ধরে জটিল ও দুরারোগ্য ব্যাধি ‘এ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস’রোগে ভুগছেন। তার স্পাইনাল কডের দু’টো ডিক্সের একটি নষ্ট হয়ে গেছে এবং অপরটি নষ্ট হওয়ার পথে।

এ কারণে মাজার (হিপ) জয়েন্টের মারবেল নষ্ট হওয়ার উপক্রম। এই দীর্ঘ সময়ে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও কোন উন্নতি না হওয়ায় সহায় সম্বল বিক্রিসহ ধার কর্জ করে ভারতের কলকাতা,চেন্নাই -এর এ্যাপোলো হাসপাতালে চিকৎসা গ্রহণ করে।

বর্তমানে সে ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই রোগ অত্যন্ত জটিলতার সৃষ্টি করায় সেখানকার চিকিৎসকরা, যত দ্রুত সম্ভব ব্যয়বহুল দু’টি ইঞ্জেকশান করার পরামর্শ দিয়েছেন। ইঞ্জেকশান দু’টির মুল্য বাংলাদেশী টাকায় প্রায় ১৪ লাখ। যা ভারতীয় মুদ্রায় ৮ লাখ রুপি।

অন্যথায় চিরদিনের জন্য পঙ্গুত্ব জীবন যাপন করতে হবে। কিন্তু রনি বা তার পরিবারের পক্ষে এক সঙ্গে এত বিপুল অংকের টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই রনি ও তার পরিবার প্রধানমন্ত্রী সহ দেশের সকল সহৃদয় বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা ব্র্যাক ব্যাংক,নাটোর শাখা,হিসাব নং-৪৫০১১০২১৫৩০১০০০১ অথবা বিকাশ হিসাব নং-০১৭৩৮-২৪৪১২২ ।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)