স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ সাম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ব্যারিস্টার মওদুদ তার বইয়ে লিখেছেন ৭৯সালে ড.মাহবুব উল্লাহ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাহলে বিএনপিতে কি স্বাধীনতার ঘোষক এখন দুই জন ?

মাহবুব উল্লাহর ওপর হামলার ঘটনাকে নাটক হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া এটা মানতে না পেরেই মাহবুব উল্লার উপর হামলা করেছে।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও জনতার প্রত্যাশা শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ৫জানুয়ারির নির্বাচন বাতিলের জন্য বিএনপি-জামায়াত দেশে অনেক নারকীয় তা-ব চালিয়েছিল। বিদেশিদের কাছে ধারণাও দিয়েছিল। কিন্তু তাদের কোন ষড়যন্ত্র কাজে আসেনি। বিদেশিরা এখন সরকারের প্রশংসা করছে। তারা এখন শেখ হাসিনার সরকারের পাশে এসে দাঁড়িয়েছে।

সংগঠনের সভাপতি হাসিবুর রহমান হানিফের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ ও সংসদ সদস্য কমল।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)