স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘হাসিনা আজ বুঝবেন না, বুঝবেন কাল। তুমি জবর দখলকারী প্রধানমন্ত্রী। যারা আওয়ামী লীগ ও শেখ মুজিবকে হত্যা করার জন্য গণবাহিনী তৈরি করেছিলো, যারা শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলো তারাই আজ তোমার মন্ত্রিসভায়। তারাই সেদিন বলেছিলো খুনি মুজিব খুন হয়েছে।’

বিএনপির এই নেতা আরো বলেন, শেখ হাসিনা সমস্ত অপরাধের অপরাধী। তিনি প্রধানমন্ত্রী হওয়ায় ধর্ষণ চুরি দুর্নীতি ব্যাংক লুটের উন্নয়ন হয়েছে। মানুষের উন্নয়ন হয়নি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ।
মোয়াজ্জেম বলেন, খালেদা জিয়াকে ছোট করতে চেয়েছিলেন ১/১১ সরকার। শেখ হাসিনা চেষ্টা করেও তিনি তা পারবেন না।

তিনি আরো বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না। ভবিষ্যতে তারেক রহমানই বাংলাদেশ ভালো চালাতে পারবেন। তার মধ্যে সে জ্ঞান বুদ্ধি ও শিক্ষা আছে। তিনি তারেক জিয়া নন তিনি হলেন আরেক জিয়া।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আপনারা তারেক আতঙ্কে ভুগছেন কেন? আপনারা যদি ভালো কাজ করে থাকেন তাহলে তারেক রহমানকে দেশে আসতে দিন। এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। হতাশ হলে রাজনীতি ছেড়ে দেন। সব সময় মন্ত্রী এমপি হবেন এটাও ভাবা ঠিক না।

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে আরো বক্তৃতা দেন-বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল, দলের সহ তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)