পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবস উদযাপন করা হয়। পরে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সমবায় সমিতির সদস্য ও সুধীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। সভায় বক্তব্য রাখেন, পাথরঘাটার সহকারি কমিশনার (ভূমি) মিলন সাহা, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক, পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান, কাউন্সিলর মোসা মোসাফেফর হোসেন বাবুল, নিজলাঠিমারা একতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নজমুল হক সেলিম ও হাসপাতাল রোড মহিলা ভিত্তিহীন সমবায় সমিতির সদস্য কুলসুম বেগম।

পাথরঘাটা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর প্রকাশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক।

(এটি/এসপি/নভেম্বর ০৬, ২০২১)