নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরন বিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা জায়েদা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা রির্টানিং কর্মকর্তাদের পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ, আনছার-ভিডিপি কর্মকর্তা রোস্তম আলী ফরাজী প্রমুখ। প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, নৌকা প্রার্থী আব্দুল খালেক, আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা, আব্দুল ওহাব চাঁন, নাজমুল হক প্রমুখ।

এসময় উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নেয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোন অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেয়া হবে না। আচরনবিধি সঠিক ভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

(বিএস/এসপি/নভেম্বর ০৭, ২০২১)