হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার ইজিবাইক গ্যারেজ মালিক আব্দুল মন্নানকে ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। জরিমাণার টাকা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রবিবার রাত সাড়ে ৯টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আব্দুল মন্নান (৩২) মোহনপুরের ছুরত আলীর ছেলে।

সূত্র জানায়, রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মোহনপুরের আব্দুল মন্নানের ইজিবাইক গ্যারেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গ্যারেজ থেকে ৭টি চার্জার জব্দ ও গ্যারেজে লাগানো অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় গ্যারেজ মালিক মন্নানকে ওই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমাণ বাদী হয়ে গ্যারেজ মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সম্প্রতি ওই গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক ইজিবাইক চালক মারা যায়। এর পর কিছুদিন গ্যারেজটি বন্ধ থাকার পর আবারও চালু হয়।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)