পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার উপজেলা নাচনাপাড়ার মানিকখালী বাজারে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে সুমন মোল্লা নামে'র এক ব্যক্তির বিদ্যুতের মিটার জব্দ করেছে পাথরঘাটা বিদ্যুৎ বিভাগ। ওই বিদ্যুত সংযোগের পাশ থেকে আমিনুল ইসলাম মামুন মোল্লা অবৈধভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। গতকাল রোববার রাত দুইটার দিকে নিয়মিত অভিযানে ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আমিনুল ইসলাম মামুন মোল্লা (৩৬) নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।

পল্লী বিদ্যুতের পাথরঘাটা সাব-জোনাল কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত দুইটার দিকে নাচনাপাড়ার মানিকখালী বাজারে নিয়মিত অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে সুমন মোল্লা নামে'র এক ব্যক্তির বিদ্যুতের মিটার জব্দ করেছে পাথরঘাটা বিদ্যুৎ বিভাগ। ওই মিটার সংলগ্ন বিদ্যুৎ লাইন থেকে আমিনুল ইসলাম মামুন মোল্লা তার ব্যাবসা প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এ ঘটনায় মামুন মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে জরিমানা প্রক্রিয়াধীন রয়েছে।

নাচনাপাড়ার মানিকখালী বাজারের একাধিক ব্যবসায়ী নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আমিনুল ইসলাম মামুন মোল্লা এভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে এর আগেও আরও দু'বার তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছিল। এ ভাবে তিনি গত পাঁচ বছর ধরে এ ভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করছেন।

অভিযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম মামুন মোল্লা বলেন, বিদ্যুৎ বিলের ঘটনাটি আমার জানা নেই আমি জেনে বলতে পারবো।

এ ব্যাপারে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা সাব-জোনাল কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কুমুদ রঞ্জন দেবনাথ বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ অভিযানে সচেতন ব্যক্তি বা একই ব্যক্তি একই ঘটনা বারবার করলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।

(এটি/এসপি/নভেম্বর ০৮, ২০২১)