টাঙ্গাইল প্রতিনিধি : একুশে পদকে ভুষিত হওয়ায় টাঙ্গাইল জেলা অওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুককে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল।

সোমবার (৮ নভেম্বর) বিকালে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গনে ওই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ষাটের দশকের অন্যতম কবি বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল শাহানা বেগম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/নভেম্বর ০৯, ২০২১)