রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফায় সন্ত্রাসমুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভোট প্রার্থীদের প্রচারনা ও জনগনের  স্বতঃফুর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে অনতিবিলম্বে র‌্যাব, পুলিশ, বিজিবি নিয়োগ চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার ও নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ।

গত সোমবার সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে আবেদনপত্রে আব্দুল লতিফ উল্লেখ করেছেন যে, আগামি ২৮ নভেম্বর চম্পাফুল ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সমর্থনে নির্বাচন করার জন্য তিনিসহ মোজাম্মেল হক গাইন ও পরান মণ্ডল মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। যদিও দলীয় মনোনয়ন পান মোজম্মেল হক গাইন। স্থানীয় নেতা কর্মীদের অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়ন জমা দেওয়াটা ভালভাবে মেনে নিতে পারেননি মোজম্মেল হক গাইন। এতে ক্ষুব্ধ গয়ে মোজম্মেল হক গাইন নেপথ্যে থেকে নিজ কর্মী সমর্থকদের দিয়ে তার (লতিফ) কর্মী ও সমর্থক ভোটারদের উপর হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। হুমকি হিসেবে “নৌকায় ভোট ছাড়া অন্য কোথাও ভোট দেওয়া যাইবে না, আর যারা নৌকায় ভোট না দিবে তারা যেন ভোট কেন্দ্রে না যায়” এমনটি বলা হচ্ছে।এমনকি মোজাম্মেল হক গাইন নবীননগরের সিরাজুলকে দিয়ে থানায় একটি কাল্পনিক অভিযোগ করিয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে তার সুনাম নষ্ট করার চেষ্টা করিয়েছেন। এমতাবস্থায় জনগন যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে ও ভোট প্রার্থীরা যাতে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোট প্রচারনা করতে পারে সেজন্য র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর এর নজরদারি/তদারকি বিশেষ প্রয়োজন। অন্যথায় সাধারন ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকা ছাড়া উপায় থাকবে না।

(আরকে/এসপি/নভেম্বর ০৯, ২০২১)