নওগাঁ প্রতিনিধি : সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে বিলের মধ্য থেকে মমিন (১৯) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধা করেছে পুলিশ। স্থানীয় লোকজন তার ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়।

জানা গেছে, উপজেলার কলমু ডাঙ্গা চৌমহানী এলাকার মো. আফাজ উদ্দীন এর পুত্র মমিন শনিবার থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়। সোমবার ওই সীমান্ত এলাকায় ২৩৮নং মেইন সীমান্ত পিলারের ২এস এর অদুরে তার ভাসমান লাশ পাওয়া যায়। লোকজন বলছে, সে চোরাকারবারীদের সঙ্গে রাখাল হিসেবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে নিহত হয়েছে। এ বিষয়ে কলমুডাঙ্গা বিজি বি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

তবে লাশ যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে সে জন্য তারা ভারতীয় বিএসএফকে এ বিষয়ে কিছুই জানাননি। স্থানীয লোকজন বলছে, গরু আনার সময় তাকে ভারতের আদাডাঙ্গা ৩১বিএসএফ ক্যাম্পের জোয়ানরাই মেরে বিলের পানিতে তার লাশ ভেসে দিয়েছে। লাশটির মুখে গুরুতর আঘাতের চিহৃ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)