দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার দিনব্যাপি শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজড ফ্যামিলিজ(সাফ) এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহন করেন কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ টিম।

শিশু অধিকার কি? শিশুদের অধিকার বাস্তবায়নে কি ভূমিকা নেওয়া যায়, শিশু বিবাহ প্রতিরোধে কি ভাবে কাজ করা যায় এ সকল বিষয়ের উপর আলোচনা এক পর্যায়ে শিশু বিবাহে বন্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবেন এবং শিশুর অধিকার নিশ্চিত করার জন্য ওয়ার্ড ভিত্তিক অভিভাবক সভা,স্কুল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা এবং এবং শিশু বিবাহ বন্ধে সরকারী নীতি মেনে আগামী দু‘বছরের মধ্যে শিশু বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণার অঙ্গীকার ব্যাক্ত করেন।

প্রশিক্ষণ পরিচালনায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাফ এর এরিয়া কোঅর্ডিনেটর নিতাই সাহা।

(এনএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)