বিনোদন ডেস্ক : দ্বিতীয় বিবাহবার্ষিকী হয়তো আরো বেশি মধুর করতে চাইছেন যুবরাজ খ্যাত সাইফ আলী খান। তাইতো কারিনার আবদার মেটাতে প্যারিস উড়ে যাচ্ছেন বলিউডের এ হট দম্পতি। আগামী ১৬ অক্টোবর এই বলিউড দম্পতির বিবাহবার্ষিকী।

গণমাধ্যমের খবরে জানা যায়, দিনটা কেমনভাবে কাটাবেন তা নিয়ে অনেকদিন আগে থেকেই সাইফ-করিনা পরিকল্পনা করতে শুরু করেছেন। আর সব কিছু ঠিক থাকলে তাঁরা প্যারিসে যাবেন।

এই দম্পতির ঘনিষ্ট সূত্র জানিয়েছে, ওই বিশেষ দিনটিতে সিটি অফ লাভ প্যারিসে কাটানোর কথা বলেন করিনা। আর স্ত্রীর এই আবদার কীভাবেই বা ফেরান পটৌদির নয়া নবাব! অগত্যা ফ্রান্সের রাজধানীতেই যাচ্ছেন খান-দম্পতি।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপনের জন্য সাইফ ও করিনা সেন্ট এমিলিয়নকে বেছে নিয়েছেন। আর প্যারিসের এই জায়গাতেই তো গত মাসে গাঁটছড়া বেঁধেছিলেন হলিউডের বিখ্যাত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

উল্লেখ্য, সাইফ ও করিনা তাঁদের প্রথম বিবাহবার্ষিকী কাটিয়েছিলেন লন্ডনে। আর লন্ডন সইফের খুবই পছন্দের শহর। লন্ডনেই চলতি বছর সইফের ৪২ তম জন্মদিন উদযাপন করেছিলেন তাঁরা।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)