নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বাদে-চাকলা গ্রামে জোড় করে অন্যের জমির ধান কেটে নেয়ার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর মাষ্টার পাড়ার মৃত বছির হোসেনের একমাত্র পুত্র বাশারত হোসেনের বাদে-চাকলা মৌজার ৩৪/১ নম্বর খতিয়ানভুক্ত ১১ নম্বর দাগের ৩.৬০ একর সম্পত্তি একই গ্রামের মৃত সাবের আলীর ছেলে মাইনুল ইসলাম এবং গফুর মাষ্টারের ছেলে গোলাপ হোসেন এক বছর যাবত জোরপূর্বক দখল করে রেখেছে। মঙ্গলবার (৯ নবেম্বর) ১৫/২০জন লোক ভাড়া করে জোরপূর্বক ওই জমির পাকা ধান কেটে নেয়।

এ বিষয়ে ভুক্তভোগী বাশারাত বলেন, উক্ত সম্পত্তিসহ বিভিন্ন মৌজায় ৬০.৬৩ একর সম্পত্তি বিনিময়ের মাধ্যমে প্রাপ্ত হই। বাদে- চাকলা মৌজায় ১৫.৪৮ একর সম্পত্তি বিনিময় হয়। বিনিময় হয় ১৩৫০ বঙ্গাব্দে। কিন্তু আর এস খতিয়ানে ভুলবশতঃ পূর্বের জমির মালিকের নামই থেকে যায়। আমি ৭৭ সালে রেকর্ড সংশোধনীর মামলা দায়ের করি। মামলা নং-৩২৭/৭৭। নওগাঁ সাব জজ কোর্টে ১৯৮৩ সালে আমার পক্ষে রায় হয়। সে সময় থেকে এ যাবতকাল পর্যন্ত আমি উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছি। গত এক বছর যাবত মাইনুল ও গোলাপ জোরপূর্বক জমি দখল করে নেয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(বিএস/এসপি/নভেম্বর ১২, ২০২১)