সিরাজগঞ্জ প্রতিনিধি : মুক্তিযুদ্ধে উত্তরবঙ্গের অন্যতম বেসরকারী সাব সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের ব্যাটালিয়ন কমান্ডা বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুন(৬৮) আর নেই। সোমবার রাত সোয়া ৯টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জটিল হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে রাখা হয়েছে। তার মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

মুক্তিযুদ্ধের সময় তিনি উত্তরবঙ্গের অন্যতম বেসরকারী সাব সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের সদস্যদের প্রধান প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে তাৎক্ষনিকভাবে বিবৃতি দিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।


(এসএস/অ/সেপ্টেম্বর ১৫, ২০১৪)