লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ মাহমুদ হত্যার ১৭ দিন পর মামলার এজাহারভূক্ত অন্যতম আসামী রুবেল শেখকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

পুলিশ সুত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় লোহাগড়া থানার ইন্সপেক্টর (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার মহম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে যুবলীগ কর্মী পলাশ মাহমুদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামী রুবেল শেখকে (২৭) আটক করে লোহাগড়া থানায় নিয়ে আসেন। এরপর শনিবার সকালে আটক আসামী রুবেলের স্বীকারোক্তি মোতাবেক পাশের নবগঙ্গা নদী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ‘ফুলকুচি’ উদ্ধার করেন। ওইদিন দুপুরে গ্রেফতারকৃত রুবেল নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অপর আসামীদের আটকের জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাতে লোহাগড়া উপজেলা চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে যুবলীগ কর্মী পলাশ মাহমুদকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ২৮ অক্টোবর নিহত পলাশের মা পলি বেগম বাদি হয়ে ২২জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(আরএম/এসপি/নভেম্বর ১৩, ২০২১)