ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা ব্রিজের কাছে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিয়ার রহমান (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও রামদা উদ্ধার করেছে।

সোমবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মতিয়ার হরিণাকুণ্ডু উপজেলার গোবড়াপাড়া গ্রামের মৃত নেকবার আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ব্রিজের কাছে রাত ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কালীগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলার পর ডাকাত দল পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সদস্য মতিয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের কনস্টেবল রেজা হোসেন ও সঞ্জয় সামন্ত আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, এক রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মতিয়ারের নামে কালীগঞ্জ ও হরিণাকুণ্ডু থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)