রংপুর প্রতিনিধি : সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ায় আবারও ধর্মঘট ডেকেছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

সোমবার রাত সোয়া ১০টার দিকে নগরীর সাত মাথা এলাকায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে এই ধর্মঘট। হঠাৎ করে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন দুরপাল্লার যাত্রীরা।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গত ৭ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষ হয়। এই নিয়ে সোমবার রংপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়।

বৈঠক ফলপ্রসু না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয় মোটর শ্রমিক ইউনিয়ন। এরপর গোটা বিভাগ জুড়ে এই ধর্মঘটের সম্ভাবনা রয়েছে বলে জানায় শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্ট সূত্র।

রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)