কুষ্টিয়া প্রতিনিধি : নিজ স্ত্রীকে রাজবাড়ী পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সেখান থেকে কৌশলে পালিয়ে আসা স্ত্রী আকলিমা খাতুন (১৯) এ অভিযোগ করেছেন।

সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থানায় স্বামী রাজুসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযুক্তরা হলেন, স্বামী দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজু (২৩), ননদ মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের খাকচার আলীর স্ত্রী জুলেখা খাতুন ওরফে ঘিনারা (২৫) ও শ্বাশুড়ি মনজেরা খাতুন (৪৫)।

আকলিমা জানান, এক বছর আগে তিনি রাজুর সঙ্গে প্রেম করে বিয়ে করেন। গত ১৫ জুন স্বামী, ননদ ও শ্বাশুড়ি মিলে তাকে ঢাকায় বেড়াতে যাবার কথা বলে দৌলদিয়া নিয়ে যান। সেখানে তাকে পতিতালয়ে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।

রাজবাড়ীতে তিন মাস আটক অবস্থায় ছিলেন আকলিমা। সেখানে জোর করে তাকে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। গত ১১ সেপ্টেম্বর রাতে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর এ অভিযোগ দায়ের করেন তিনি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)