জামালপুর প্রতিনিধি : 'ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়' প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস দিবসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জামালপুর ডায়াবেটিক সমিতি।

এ উপলক্ষে রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কলেজ মোড় এলাকায় অবস্থিত ডায়াবেটিস হাসপাতালের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় হাসপাতালের ভেতরে সংবাদ সম্মেলন করে জামালপুর ডায়াবেটিক সমিতি কর্তৃপক্ষ।

কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোশায়েরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম ডায়াবেটিস রোগ ও ডায়াবেটিক সমিতির কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

আলোচনায় তারা বলেন, দেশের ৩৪ শতাংশ রোগী ৪/৫ বছর পর সেবা নিতে আসেন। তারা জানতেনই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। তাই ৪০ বছরের ওপর পুরুষদের ও ৩৮ বছরের ওপর নারীদের অন্তত প্রতিবছর ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন। সেই সঙ্গে তারা শরীরচর্চার দিকে গুরুত্বারোপ করেন।

তারা আরও জানান, জামালপুর ডায়াবেটিক সমিতিতে এ পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ৭০ হাজার রোগী। সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

(আরআর/এএস/নভেম্বর ১৪, ২০২১)