গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোযেন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে জেলা শহরের নতুন বাজার এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করা হয়।

এসময় এদের কাছ থেকে ১৬ টি গ্রামীন, ৪ টি রবি ও ৭টি বাংলা লিংক সিম কার্ড উদ্ধার করা হয়।

গোয়ন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, প্রতারক অজয় কির্তনীয়া ও রঞ্জিত ব্যাপারী বিভিন্ন ব্যাক্তিকে মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের সমাজ সেবার লোক পরিচয় দিয়ে লাখ লাখ টাকা দেওয়া হবে বলে জানায়।

এরপর তারা ভ্যাট হিসাবে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে একটি অভিযোগ পেলে গোয়েন্দা পুলিশ জেলা শহরের নতুন বাজার এলাকা থেকে ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ হোটেলে অভিযান চালিয়ে ব্যাগ তল্লাশী করে বিভিন্ন মোবাইল কোম্পানীর ২৭টি সিম কার্ড উদ্ধার করে।


(এমএইচএম/এটিিএপ্রিল ২৪, ২০১৪)