আমতলী (বরগুনা) প্রতিনিধি : ৪৫০ গ্রাম গাঁজাসহ শাহাবুদ্দিন হাওলাদার নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কুকুয়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন হাওলাদার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই সোহেল রানার নেতৃত্বে পুলিশ তাকে পশ্চিম চুনাখালী গ্রাম থেকে বিক্রিরত অবস্থায় গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৪’শ৫০ গ্রাম গাজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মঙ্গলবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আসমাী শাহাবুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

(এন/এসপি/নভেম্বর ১৬, ২০২১)