স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর নির্দেশের মধ্যদিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

মঙ্গলবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় 'আমাকে ব্যতীত আওয়ামী লীগের সবাইকে কেনা যায়'- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমকে আনোয়ার এ কথা বলেন।

'ফিরোজা বেগম একটি কিংবদন্তী নাম' শীর্ষক আলোচনা সভাটি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজন করে।

এমকে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেনা যায় এ কথা আমি বলবো না। তবে ১/১১ এর সময় কে কাকে কিনেছিলেন তা জনগণ ভাল করে জানে।

শতকরায় ১শ' জনকে পরীক্ষায় পাস করাতে হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তান যেভাবে মেধাবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলেন ঠিক একইভাবে প্রধানমন্ত্রীর নির্দেশের মধ্যদিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করছেন।

আয়োজক সংগঠনের সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহা্সচিব রুহুল কবির রিজভী, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)