কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশের ‘বন্দুক যুদ্ধে’ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ৩ জন আহত হয়েছে। এসময় ৩ হাজার ইয়াবা একটি এলজি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। জব্দ করা হয়েছে একটি বিলাসবহুল গাড়িও।

মঙ্গলবার ভোর ৫ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে।এসময় পুলিশের ২ কনস্টেবলও সামান্য আহত হয়েছেন।

এতে গুলিবিদ্ধ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইসমাইল টেকনাফ পৌর এলাকার লামারবাজার এলাকার আবদুল আজিজের পুত্র। এসময় আহত হয়েছে তার অপর ৩ সহযোগীও। এরা হল, ছৈয়দ হোসেন, মোহাম্মদ আকতার মহিউদ্দিন। আহত পুলিশের ২ কনস্টেবল হল বেলাল ও আজিজুল। এদের টেকনাফ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এব্যাপারে অস্ত্র, মাদক ও পুলিশের উপর আক্রামণের দায়ের পৃথক ৩ টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(টিটি/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)