পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় চারটি ইউনিয়নে  নির্বাচন চলছে। সরকারদলীয় নৌকা মার্কার প্রার্থী লোকজন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কার প্রার্থী ও কর্মীদের উপর হামলা-নির্যাতন হুমকি-ধামকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আজ ১৭ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এসময় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ২নং নাচনাপাড়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কার প্রার্থী মো.আতিকুর রহমান ছালু। তিনি অভিযোগ তোলেন তার ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মো. ফরিদ খানের কর্মীদের বিরুদ্ধে। আতিকুর রহমান বলেন, আমার কর্মীদেরকে পথে-প্রান্তরে এবং মুঠোফোনে হুমকি ধমকি দেওয়া হচ্ছে ।আমি নির্বাচনে ব্যানার পোস্টার লাগাতে পারছি না। তিনি পাথরঘাটা দায়িত্বরত নির্বাচনকালীন প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ।

একই অভিযোগ করেন ১ নং রায়হানপুর ইউনিয়ন পরিষদে হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী মো.শহিদুল ইসলাম। তিনিও যথারীতি নৌকা মার্কার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন ।তাকেও হুমকি-ধামকি দেয়া হচ্ছে এবং বাসা থেকে বের হতে নিষেধ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ।নৌকা মার্কার প্রার্থী মো.মাইনুল ইসলাম এর কর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম।

শুধু মাত্র পাথরঘাটা সদর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী হাফিজুর রহমান বলেন তাকে কেউ কোনো হুমকি ধমকি দিচ্ছে না ।তার নির্বাচনে ভোটাররা যথেষ্ট সাড়া দিয়েছে । স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিয়ে তাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে তিনি দাবি রাখেন।

এই সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পাথরঘাটা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাও: আবুল কালাম আজাদ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার এবং বরগুনা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ।

(এটি/এসপি/নভেম্বর ১৭, ২০২১)