স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের এজেন্টদের দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত 'ফিরোজা বেগম এক কিংবদন্তি নাম' শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অভিযোগ করে তিনি বলেন, বিএনপির শক্তিকে ধ্বংস করার জন্য সরকার দলের ভেতরে-বাইরে নানা ধরনের ষড়ষন্ত্র করছে।

হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, যারাই জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে তাদের রুখে দেয়া হবে।

তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ জনগণের টাকাকে নিজেদের মনে করে তা লুটপাট করছে। তারা এখন বেপোরোয়া আচরণে লিপ্ত। তাদের এ অন্যায়ের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করছে তাদেরই তারা লাঞ্ছিত করছে।

জাসাসের নির্বাহী কমিটির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জাসাসের জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)