শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার কামারের চর কলেজ মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের উদ্যোগে এ উপলক্ষে এক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে রেডক্রিসেন্ট শেরপুর জেলা ইউনিটের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল মজিদ, অধ্যক্ষ নুরুল আমিন বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মাঝে কেন্দ্রীয় ইউনিটের ইউনিট বিষয়ক উপ-পরিচালক রোজিনা আলম, সম্পদ বিষয়ক উপ-পরিচালক মুদাসসর আহমেদ, ইউনিট অফিসার মোতালিব আহমেদ, জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য নাসরিন রহমান, কহিনুর বেগম বিদ্যুৎ, আঞ্জুমান আলম লিপি প্রমুখ ছাড়াও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলার চরাঞ্চলের চরপক্ষীমারী ও কামারের চর ইউনিয়নের নদী ভাঙনের শিকার পরিবারগুলোর মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ টি আইটেম সমৃদ্ধ একটি হাইজিন কীটস, একটি ত্রিপল, একটি ব্যাগ এবং নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)