মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল কালাম আজাদ উচ্চ ডিগ্রি অর্জনের লক্ষ্যে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে ৩১ আগস্ট কর্মস্থল ত্যাগ করায় পদটি শূণ্য হয়। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনকে মদনের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

দুই উপজেলার দায়িত্ব থাকায় প্রতিদিনের কাজ আটপাড়া থেকেই করেন। এতে জমির জমা-খারিজ, সার মনিটরিং, বৃক্ষমেলা সহ বিভিন্ন দপ্তরের কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনগণ নানা রকম হয়রানির শিকার হচ্ছে। ফতেপুর গ্রামের কৃষক আদিল চৌধুরী জানান আর্থিক অসঙ্গতির কারনে জমি বিক্রি করার জন্য ১ মাস ধরে জমা খারিজের জন্য ঘুরেও খারিজ করতে পারছি না। আমার মতো অনেকেই এমন ভোগান্তিতে পড়েছে।

তিনি অচিরেই স্থায়ী ভাবে নির্বাহী কর্মকতা নিয়োগ দেওয়ার জন্য সংস্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবি জানান। এব্যাপারে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন জানান অচিরেই এই পদে কর্মকর্তা স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এএমএ/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)