ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে নৌকার প্রার্থী দেওয়ান কামাল আহমেদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার এই প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আধুনিক শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র স্থাপন, কমিউনিটি সেন্টারসহ ৭তলা আধুনিক সুপার মার্কেট নির্মাণ, আধুনিক সড়ক বাতি স্থাপন, বেকার যুবক ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও পুরুষদের জন্য পৃথক অত্যাধুনিক জিমনেশিয়াম নির্মাণের বিষয় গুলো এই ইশতিহারে স্থান পেয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সংগঠনের সহ-সভাপতি খোকা রাম রায়, সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আরিফ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দেওয়ান কামাল আহমেদ বলেন, বাংলাদেশে ৩২৮টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পৌরসভা সমিতি(ম্যাব) এর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হতে পেরেছি। এ সম্মান গোটা নীলফামারী পৌরবাসীর। ২০১৭ সালে চ্যাম্পিয়ন সিটি পুরষ্কার অর্জন করেছে নীলফামারী পৌরসভা। বিশ্বব্যাংক প্রকল্পের জুরি বোর্ড পৌরসভা গুলোর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, প্রশাসনিক দক্ষতা এবং জনপ্রতিনিধি হিসেবে মেয়রদের সামগ্রিক ভূমিকা বিবেচনা সমগ্র দেশের মধ্যে সেরা পৌরসভা হিসেবে নীলফামারী পৌরসভা নির্বাচিত হয়েছে।

(ওকে/এসপি/নভেম্বর ১৯, ২০২১)