এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা থানা এলাকার সত্যজিৎপুর হতে ফেন্সিডিল ও গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন হরিনগাছী এলাকার মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২২) ও একই উপজেলার নাটনা পাড়া এলাকার মোঃ হাফিজুল ইসলামের ছেলে মোঃ সুরুজ ইসলাম (২০)।

র‍্যাব-৮ এর দেওয়া তথ্য মতে, তারা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার বিকেলে সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল, ০২ (দুই) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে রাজবাড়ী জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় উক্ত মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

(একে/এসপি/নভেম্বর ২০, ২০২১)