এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার দাদশীর বক্তারপুরে বেপরোয়া নসিমনের ধাক্কায় দশ মাসের অন্তঃসত্ত্বা বন্যা বেগম (২৬) নামে এক নারী ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।এ ঘটনায় তার ৪ বছর বয়সী মেয়ে হাবিবা আহত হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে দাদশী ইউনিয়নের বক্তারপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা সাহেব আলী গণমাধ্যমকে জানান, বন্যা তার মেয়ে হাবিবাকে নিয়ে বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিঙা বাজার থেকে দাদশীর দিকে যাওয়া বেপরোয়া গতির একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে বন্যা ও তার মেয়ে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেয়া হলে ডাক্তার বন্যাকে মৃত ঘোষণা করেন। বন্যা দশ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডিসেম্বর মাসের ১৬ তারিখে তার বাচ্চা প্রসবের তারিখ ছিল।

ওই নসিমন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি আরিফের। ঘটনার পর নসিমন ও চালককে আটক করে স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোমা প্রামানিক জানান, হাসপাতালে নেয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়। পরীক্ষা নীরিক্ষা করে দেখেন পেটের সন্তানও বেঁচে নেই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/নভেম্বর ২১, ২০২১)