তারেক হাবিব, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ের সেকান্দারপুরে এক ভূমিহীন মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই অসহায় মুক্তিযোদ্ধা সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও পাচ্ছেন না কোন প্রতিকার। স্থানীয় সুরানন্দ দাশের পুত্র সাজু দাশের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল ওই জায়গা দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ বীর মুক্তিযোদ্ধা পরিবারের। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আকল দাশের পুত্র সজীব দাশ বাদী হয়ে সহকারী কমিশনার ভুমিসহ স্থানীয় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর ২০০৩ সালে উপজেলার সেকান্দরপুর গ্রামের মৃত রসময় দাশের পুত্র বীর মুক্তিযোদ্ধা আকল দাশকে ভূমিহীন হিসেবে ৭৫ শতক জায়গা বরাদ্দ দেন তৎকালিন হবিগঞ্জের জেলা প্রশাসক। এরপর দীর্ঘদিন ধরে ওই জায়গা ভোগ দখল করে আসছিলে মুক্তিযোদ্ধার পরিবার। সম্প্রতি ওই জায়গার উপর কূ-নজর পড়ে ভুমিদস্যু স্থানীয় সুরানন্দ দাশের পুত্র সাজু দাশের। কৌশলে জায়গাটি দখল করতে মামলা হামলা দিয়ে নানা ভাবে হয়রাণি করে আসছে মুক্তিযোদ্ধা পরিবারকে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আকল দাশ জানান, সরকার তাকে ভুমিহীন হিসেবে জায়গাটি বরাদ্দ দিয়েছেন। আইনগতভাবে তিনি ওই জায়গার মালিক। বিষয়টির সুষ্ঠ প্রতিকার তার প্রাপ্য।

অভিযুক্ত সাজু দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গাটি জনস্বার্থে সবার প্রয়োজন, আমরাও বৈধভাবে এগিয়ে যাচ্ছি।

সহকারী কমিশনার (ভুমি) ইফফাত আরা জামান উর্মি জানান, জায়গাটির বৈধ মালিক আকশ দাশ, আমরা তাকে খুব শীঘ্রই দখল বুঝিয়ে দেয়ার চেষ্টা করছি।

(টিএইচ/এসপি/নভেম্বর ২২, ২০২১)