মাদারীপুর প্রতিনিধি : ‘আয় করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর এম.এম.হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মঙ্গলবার সকাল থেকে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কর অঞ্চল-৭ ঢাকার উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাদারীপুর আয়কর অফিসের অতিরিক্ত-সহ কর কমিশনার মোহা. আজিজুল হকের সভাপতিত্বে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল-৭ এর ঢাকার অতিরিক্ত কর কমিশনার মো. হেলাল উদিন সিকদার।

সভায় বক্তারা বলেন, জনগণকে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে। যেখানে করদারতাগণ খুব সহজে ও নির্বিঘ্নে আয়কর দিতে পারবেন। মেলায় বিভিন্ন স্টলে কর প্রদান সেবা দেয়া হবে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)