নাটোর প্রতিনিধি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারীর ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেলে পরিণত করেছেন। মঙ্গলবার নাটোরের সিংড়ায় উপজেলা ও পৌর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে জেলা যুব মহিলা লীগ সভানেত্রী আঞ্জুমান আরা পপির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভানেত্রী নাজমা আক্তার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, কেন্দ্রিয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)