ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে তরমুজের উৎপাদন কলাকৌশল ও সম্বন্বিত রোগ দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কৃষি গবেষণা্ ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ও উদ্ভিদ রোগত্বক বিভাগ, বি.এ.আর.আই, গাজীপুর এর আয়োজনে ২৩ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১০ টায় চরবাটা খাসের হাট অবস্থিত সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রকল্প পরিচালক ডঃ মোঃ মাহফুজ আলম প্রশিক্ষনটি পরিচালনা করেন। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন এর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরেজমিন গবেষনা কেন্দ্র, নোয়াখালী এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন। এছাড়া বারি’র (গাজীপুর) উদ্ভিদ রোগত্বক বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার মোঃ আলম এবং সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক প্রমুখ বক্তাব্য রাখেন।

বক্তারা বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকলে কৃষক তরমুজ চাষে ব্যপক লাভবান হবে, তবে এখানে সেচ সংকট থাকায় কিছুটা সমস্যা হতে পারে। সঠিক উৎপাদন ও স্বমন্বিত রোগ দমন ব্যবস্থা গ্রহন করলে প্রতিকুল পরিবেশেও তরমুজের ভাল ফলন পাওয়া যাবে। ভাল বীজ, ভেজাল মুক্ত সার, ভেজাল মুক্ত কিটনাশক, সেচ, স্বল্প সুদে ঋন ,ন্যায্য দাম ও বাজার জাত করণে সহযোগিতা পেলে সুবর্ণচরের কৃষকরা কৃষি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২১)