ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর-হাতিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২১ সনের এসএসসি পারক্ষার্থীদের মাঝে করোনা (ফাইজার) প্রথম ডোজ টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।

স্বাস্থ্য অধিদপ্তর ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় ২৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টায় চরবাটা খাসের হাট অবস্থিত সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

টিকাদান কর্মসূচির উদ্ভোধন করেন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার মিজানুর রহমান স্বপন, সৈকত ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোনায়েম খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন।

প্রথম দিনে ৩ টি বুথে সকাল ৮টা টিকাদান কর্মসূচী শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে ১৭-থেকে ২১ বয়সী মোট ৮০০ শিক্ষার্থী টিকা গ্রহণ করে। টিকাদান কর্মসূচি চলবে আগামি ২৫ তারিখ পর্যন্ত মোট ২ হাজার ৮০০ জনকে চিকা প্রদান করা হবে বলে জানান সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন ।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২১)