আবু নাসের হুসাইন, সালথা, ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলায় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার বালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সালথা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতে হঠাৎ বালিয়া বাজারে আগুনের লেলিহান চোখে পড়ে। পড়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় একটি মুদির দোকানসহ তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। এতে দশ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ইদ্রিস আলীর ছেলে মিন্টু, হায়দার খান ও মুদি ব্যবসায়ী সাদ্দাম হোসেন গণমাধ্যেমকে জানিয়েছেন।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

(এএনএইচ/এএস/নভেম্বর ২৪, ২০২১)