স্টাফ রির্পোটার : এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, যারা এসব করছে, তাদের তিনি পুলিশে ধরিয়ে দিতে হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কয়েকদিন ধরে প্রশ্নপত্র ফাঁস আলোচিত বিষয় হয়ে গেছে। পরিবেশ এমন হয়েছে, মনে হচ্ছে প্রতিদিনই প্রশ্ন ফাঁস হচ্ছে। আসলে গুজব ছড়িয়ে পড়ছে। সুবিধাভোগী কিছু লোক প্রশ্ন বানিয়ে তা বিক্রি করে। এদের চিহ্নিত করতে পারলে ধরিয়ে দেবেন। কারণ, তারা ছেলেমেয়েদের হয়রানি করছে।’

গতকাল বুধবার পদার্থবিজ্ঞান সৃজনশীলের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ তুললে তা প্রমাণ করা কঠিন। তার পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ মন্ত্রী বলেন, এর আগে ১০ এপ্রিল ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আজ সভা হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৪)