স্টাফ রিপোর্টার, ঢাকা : মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় বুধবার নির্ধারণ করেছেন আপিল বিভাগ। তাই সাঈদীর জন্য দোয়া চেয়েছে জামায়াতে ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়ার আহ্বান ও তার মুক্তির দাবি জানিয়ে জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে জামায়াতের আমির বলেছেন, ‘সরকার অন্যায়ভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘ দিন ধরে কারাগারে আটক রেখেছে। সাঈদী প্রায় অর্ধশতাব্দী কাল যাবৎ বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের কাছে কুরআনের তাফসির পেশ করে আসছেন। তার কণ্ঠে কুরআনের আহ্বান শুনে অসংখ্য মানুষ ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়েছেন।’

সাঈদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে মকবুল আহমাদ বলেন, ‘মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে তাকে সাজা দেয়া হয়। তিনি যেন সরকারের কোনো জুলুমের শিকার না হন সেই জন্য মহান রব্বুল আল-আমীনের কাছে দোয়া করার জন্য আমি বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোন ও মুসলিম বিশ্বের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি।’

সেই সঙ্গে তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৬, ২০১৪)